অদ্য ১৬/০৪/২০২২ তারিখ আনুমানিক ১৯.১৫ ঘটিকায় র্যাব-১৫ (সিপিসি-১) এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেদা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জালাল উদ্দিন লেদাইয়া (৩৪), পিতা-নজির আহমেদ, সাং-পূর্ব মহেশখালীয়াপাড়া, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করেছে।
ধৃত আসামীকে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৪৮(১২)১৮, জিআর নং-৮০৫/১৮, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) ধারা মূলে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।