ঠাকুরগাঁও জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ২৪ মে মঙ্গলবার সন্ধায় পরিক্ষণ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়া, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মনোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, বিআখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল সরকার প্রমুখ।
দিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন, গল্প বলা, নাটক, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুলগীতি, রবীন্দ্র সঙ্গীত, ক্রীড়া ইভেন্টসহ আদিবাসীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে মোট ৭৯ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।