সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার পৃথক দুটি খাদ্যগুদামে ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় ধর্মপাশা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নৃপেন্দ্র কুমার নাথ, মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন কুর্মী, সহকারী খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, শামীম আহমেদ, সাংবাদিক এমএমএ রেজা পহেল, সাজিদুল হক প্রমুখ। এবার ধর্মপাশা ও মধ্যনগরে পৃথক দুটি খাদ্যগুদামে মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন ধানের মধ্যে ধর্মপাশা খাদ্যগুদামে ১ হাজার ৪০৮ ও মধ্যনগর খাদ্যগুদামে ২ হাজার ৫০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রথম দিন ৩ টন ধান সংগ্রহ করা হয়।