বিজয় টিভির ১০ম বর্ষপূতি পালন উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি শাহাজাদা স্বপন, সাবেক প্রেসক্লাব সভাপতি শাহ্ মো: ফুরাদ হোসেন, বিজয় টিভির নকলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল,সাংবাদিক মোশারফ হোসেন সরকার বাবু, দৈনিক দেশের খবর এর নকলা প্রতিনিধি আল-আমিন মিয়া, সাংবাদিক রাইসুল ইসলাম রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।