হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের মালিকানাধীন বোরো ধান ক্ষেত থেকে পাকা ধান সকালে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আবুল হোসেন ও তার লোকজন সহকারে কেটে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের ভাই রেজুয়ান শিকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগে উল্লেখঃ ৬ মে ২০২২ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কুর্শি গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে ও সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার আরো জানান , একই গ্রামের আবুল হোসেন সহ তার লোকজন সরওয়ার শিকদারের পৈত্রিক সম্পত্তি ষাইট কাহন মৌজার সাবেক জে,এল,নং ১০০,হালে ১০৩,এস,এ থতিয়ান নং ১০২, আর এস খতিয়ান নং -১৪৪,এস, এ দাগ নং -৩০৩, হালদাগ নং -২৬৪, মোয়াজি ৩৪ শতক,আর এস দাগ নং ২৬৩,মোয়াজি -১ শতক,মোট মোয়াজি -৩৫ শতক,সহ এস,এ দাগ নং -৩০২,হাল দাগ নং-২৬৩ মোয়াজি ৩০ শতক, সর্বমোট ৯১ শতক ভুমিটি তাদের পৈত্রিক সম্পত্তি ও তাদের ফলানো বোরো ফসল ক্ষেত থেকে উল্লেখিত ব্যক্তি সহ তার লোকজন চুরি করে নিয়ে যায়৷ এতে প্রায় ৮/১০ হাজার টাকার ধান খোয়া যায়৷ এনিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷