নরসিংদী সদরে ভুমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
রোববার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এএসএম ইবনুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, নরসিংদী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মেহেদী মোরশেদ উপজেলা নির্বাহী নরসিংদী সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক নরসিংদী সরকারী কলেজের অধ্যাক্ষ মোহাম্মদ আলী,সহ আরো অনেকে আলোচনায় সভায় প্রধান অতিথি বলেন ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ই-নামজারির আবেদন গ্রহণ, ঘরে বসে ভূমি সেবা পেতে হলে কি কি করণীয় তার বিষয়ে ব্যাপক আলোকপাত করেন। এসময়ে তিনি আরো বলেন আগে ভূমি সেবা পেতে হলে মানুষকে অনেক হয়রানীর শিকার হতে হয়েছে।
এখন আর সেই দিন নেই আমরা ঘরে বসেই নিজ নামীয় খাজনা দিতে পারি, আর এগুলো সবই এই সরকারের অবদান। সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা ভূমি অফিস পদক্ষেপ গ্রহন করে। এ সময় ভূমি অধিগ্রহনের চেক প্রদান করা হয় ।