আজ ১৩ ইং মে শুক্রবার নরসিংদী বড় বাজারে জেলা প্রশাসন নরসিংদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজন ব্যবসায়ীকে সর্বোমোট ১৬৫০০/ টাকা জরিমানা করে। নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম নেতৃত্বে বড় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এবং দন্ডবিধি ১৮৬০ অনুচ্ছেদে চারজন কতিপয় ব্যবসায়ীকে আইন ল্ংঘনের দায়ে সর্বমোট ১৬৫০০/ টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নরসিংদী সদর মডেল থানা সহযোগিতা করেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান আব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসন নরসিংদী