নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী মনির ও মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে কুপিয়ে জখম।
শুক্রবার স্থানীয় আলাইয়াপুর ইউনিয়নের যুগীখালী ৩নং ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ী রানার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল স্থানীয় সন্ত্রাসী মনির ও মুন্না। পরে ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে তার বসতভিটায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তার বাড়িতে থাকা ছোট ভাই রানা এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পেলে যায়।
পরে তাদের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আহত রানা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার তদন্ত শফিকুল ইসলাম জানান, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।