বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১২মে) বিকেল ৩ টায় সাভার সেনানিবাসে কৃষি পণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেনাপ্রধান শফিউদ্দিন।
এসময় তিনি গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় সেনাপ্রধান বলেন, স্বাস্থ্য সম্মত অর্গানিক পণ্য উৎপাদন তৈরি করছি। শুধু সেনাবাহিনী নয় সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে পারবো। এই মডেল শুধু এখানেই থেমে থাকবে না, এটা অন্যান্যরাও অনুসরন করবেন।
সেনাপ্রধান আরও বলেন, প্রতিযোগিতার মধ্যে ভালো করার তালিকায় সাভার অঞ্চল সে দিক থেকে অন্যতম। তাদের প্রচেষ্টার মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশেও লাভবান হবে। দেশের মোট উৎপাদনের সঙৃগে আমরাও যোগ করতে সক্ষম।