রাউজানের বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর উপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলা করা হয়েছে। গত ১৩ মে সন্ধ্যায় এ হামলা চালানো হয় কাগতিয়া বাজারস্থ চেয়ারম্যানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান পূর্বালী ট্রেডার্সে।এ ঘটনায় চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ হামলায় জড়িত থাকার অপরাধে সুমি আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে। আটক হওয়া সুমি আক্তার বিনাজুরী ইউনিয়নের এনামুল হক মুন্সির কন্যা। গতকাল ১৪ মে শনিবার আটক মহিলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
হামলার স্বীকার ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী জানিয়েছেন, এলাকার কিছু আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের পৃষ্টপোষকতায় শান্তির রাউজানে অশান্তি সৃষ্টির লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। হামলার ঘটনার পর আমাদের দলীয় নেতাকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছে। পুলিশও ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। তিনি জানান, বিনাজুরীতে সন্ত্রাসীর কোন জায়গা নেই। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে ঐক্যবন্ধ। ইউপি চেয়ারম্যানের উপর হামলা প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চেয়ারম্যানের উপর হামলার পর পুলিশ জড়িতদের আটকের জন্য সম্ভব্য সব জায়গায় অভিযানে নেমেছে। ইতিমধ্যে এক মহিলাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।