সুনামগঞ্জ জেলার সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলায় ১৩০৯ পিস ইয়াবাসহ মোঃ আব্দুস সাত্তার (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার (৪ মে) বিকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্ৰামের রশিদ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত আব্দুস সাত্তার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্ৰামের মোঃ আকবর আলীর ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০৯ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তারকে আটক করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।