লাকসামে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মাহফুজা মতিন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান।
লাকসাম পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করার সময়’ পাঁচটি দোকানে খোলা সয়াবিন তেল নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মাহফুজা মতিন বলেন, লাকসাম উপজেলা বাজারে নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।