1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের শেখ হাসিনা ধরলা সেতু, তিস্তা সেতু পার্কে ও সুকান দীঘিতে বিনোদন প্রেমিদের মিলন মেলায় পরিনত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন এস. আলম রাজীবের মৌলভীবাজার সাংগঠনিক সফর; সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, সদ্য স্বদেশে ফিরে আসা মাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত থানা ভাংচুর মামলায় পুকুর সিন্ডিকেটের মূল হোতা বিশু গ্রেফতার মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বকুল আর নেই! নকলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান

লালমনিরহাটের শেখ হাসিনা ধরলা সেতু, তিস্তা সেতু পার্কে ও সুকান দীঘিতে বিনোদন প্রেমিদের মিলন মেলায় পরিনত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৮৩ বার

লালমনিরহাটের বহুল আলোচিত শেখ হাসিনা ধরলা সেতু, তিস্তা পার্কে ও সুকান দীঘিতে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ-উৎসব উপভোগ করতে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় অবস্হিত দ্বিতীয় বৃহত্তম ওই ৩ টি জায়গায় বিনোদন প্রেমিদের মিলন মেলায় পরিনত হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় উল্লেখ যোগ্য বিনোদন কেন্দ্র না থাকায় পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকে প্রতিদিন শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে এবং তিস্তা সেতু পার্কে ও সুকান দীঘির ২ পাড়ে আনন্দঘন পরিবেশে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিনত হয়ে উঠেছে । বসে হরেক রকমের পণ্যের মেলা। অনেকেই আবার শেখ হাসিনা ধরলা সেতুটিসহ অপর ২ টি আলোচিত স্হান এক নজর দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন।
শেখ হাসিনা ধরলা সেতুর ২ পাড়ে দেখা গেছে, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাজারও মানুষের সমাগম। ওই ৩ টি জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে পায়ে হেঁটে আসছেন। আবার কেউ কেউ ভ্যান, রিকশা, অটোরিক্সা, ইজিবাইক, মোটর সাইকেল, বাইসাইকেল, মাইক্রোবাস সেতুর মাঝ খানে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
অনেকেই ধরলায় ছোট- ছোট ডিঙি নৌকায় চড়ে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ আবার ধরলার চরগুলোতেই ঘুরে ঘুরে দেখছেন। সেতুর ২ পাড়ে ফুচকা, চানাচুর, আইক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি ফিতা ও বেলুনসহ বিভিন্ন রকমারীর দোকান বসেছে। সবগুলো দোকানেই ক্রেতাদের দেখার মতো উপচে পড়া ভিড় ছিল। পবিত্র ঈদ উল ফিতরে প্রিয়জনদের সাথে খানিকটা বিনোদন ও ভালো -লাগার অনুভূতি পেতে হাজারও মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে।
স্থানীয়রা এ প্রতিবেদক কে জানান, এ এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এ সেতুটি। লালমনিরহাট সদর ও ফুলবাড়ীবাসীর স্বপ্ন সত্যি হয়েছে। এ পবিত্র ঈদ উল ফিতরে সেতু পাড়ে হাজারও মানুষের ঢলে মূখরিত। কিন্তু সব মানুষেই সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকায় ভেসে বেড়িয়ে শখ মোটানো হয়েছে। কোনো দর্শনার্থী কোথাও শান্তিমত বসে গল্প ও আড্ডা দিতে পারেনি। তাই জেলার আলোচিত ওই ৩ টি স্হানে পর্যটন কেন্দ্র ও সেতুর ২ পাড়ে ধরলার তীররক্ষা বাঁধের ২ পাশে বেঞ্চ জাতীয় কিছু স্মৃতি বসার ব্যবস্থা করা বিশেষ দরকার। এতে দর্শক সমাগম আরোও বাড়বে। সরকার চাইলে টিকিট সিষ্টেম চালু করলে একদিকে যেমন রাজস্ব আয় হতো। অন্যদিকে বিনোদন প্রেমিদের বেড়ানোর পথ সুগমহতো। বর্তমানে ধরলা সেতুটির উপর দিয়ে চলাচল ছাড়াও এখানে প্রতিদিন বিকেলে শতশত দর্শনার্থী দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমায়। বিশেষ করে সন্ধ্যার গোধুলি বেলায় সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায়।
কবি ও সাংবাদিক মাসুদ রানা রাশেদ জানান, শেখ হাসিনা ধরলা সেতুর ২ পাড়ে আগত দর্শনার্থীদের জন্য বেঞ্চ ও ছাতা জাতীয় কিছু অবকাঠামো গড়ে তোলা দরকার। সেই সাথে সুপেয় পানি ও স্যানিটারী ল্যাট্টিনে ব্যবস্থা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ৩ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ধরলা সেতুটির শুভ উদ্বোধন করছিলেন। এর মাধ্যমে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উক্ত সেতুটি। সবমিলে সুন্দর এ মনোরম পরিবেশে বিনোদন কেন্দ্র স্হাপন করার জন্য জোড়দাবী জানিয়েছেন বিনোদন প্রেমিরা। ওই ৩ টি আলোচিত স্হানে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিনত হলেও কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম