সাংবাদিকদের ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় (১৬ মে) রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হয়।
এনটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিল এর সভাপতিত্ত্বে সভার সঞ্চালনা করেন দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সভাপতি মো: শফিকুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ঢাকা জেলা কমিটির সভাপতি রেজা নওফল হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের সিনিয়র সাব-এডিটর হাফিজুর রহমান, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (ভোরের সময়), দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান (চ্যানেল23), প্রচার সম্পাদক অমর মজুমদার (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক মো.শরীফুল হক (তথ্য বানী), সদস্য মো.শহীন আলম (এশিয়ান টিভি), সদস্য সাইফুল ইসলাম পারভেজ (দৈনিক গনজাগরণ) প্রমূখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবিতে ঐক্যমত পোষণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।