1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৯৭ বার

কুষ্টিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তোফাজ্জেল হোসেন (৫০) নামের এক কলেজ শিক্ষকের হাতের কব্জী বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশিতলা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতানিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

আহত ওই কলেজ শিক্ষক তোফাজ্জেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের জালাল উদ্দিনে পুত্র এবং বাশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ ডিগ্রী কলেজের অর্থনিতি বিভাগের শিক্ষক।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায়, কলেজের কাজ শেষ করে দুপুরের দিকে মোটর সাইকেল যোগে কুষ্টিয়ার দিকে রওনা দেন তোফাজ্জেল। বংশিতলা ব্রিজের উপর এসে পৌছলে ১৫/১৬ জনের অল্প বয়সী যুবক তার পথরোধ করে অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এতে করে ঘটনাস্থলেই তোফাজ্জেলের শরির থেকে হাতের কব্জী বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতলে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জনিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে তোফাজ্জেলের ছেলে হাসিফ জানান, আমাদের এলাকায় প্রতিপক্ষ একটি গ্রুপের সাথে আমাদের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। আমরা জানতে পেরেছিলাম তারা আমাদের উপর সুযোগ পেলেই হামলা চালাবে। ওরাই আমার বাবাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

এদিকে হামলার এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর শালঘর মধুয়া গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যেকোন মুহুত্বেই বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে ।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বিরুল আলম বলেন, দুই গ্রুপের দীর্ঘদিনে সামাজিক বিবাদের কারনে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, দীর্ঘদিনের জমি জায়গা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে পরে জানানো হবে, এখন অভিযানে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম