বটতল এলাকার বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) সকাল সাড়ে দশটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায় , শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মা ও ছোট ভাইকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে কুষ্টিয়া শহরে বেড়াতে নিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সি ইফতিয়াজ। সকাল সাড়ে দশটার টার দিকে কুষ্টিয়ার বটতল এলাকার বাইপাস সড়কে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ছেলে ও মাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই ছেলের মৃত্যু হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মায়েরও মৃত্যু হয়। এ ঘটনায় ইফতিয়াজের ৮ বছর বয়সি ভাই রিফাত গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন – কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন (৪০) ও তার ছেলে ইফতিয়াজ ইসলাম (২২)। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের (ওসি) ইদ্রিস আলী জানান, মোটরসাইকেল আরোহী তিনজন কুষ্টিয়ার দিকে আসছিলেন। বটতল এলাকার বাইপাস সড়কে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তরুণ মারা যান। তার মাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। অপর ভাই গুরুতর আহত হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।