চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবা ও সাজা প্রাপ্ত আসামী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার ভোরে চন্দনাইশ থানার এস আই (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দোহাজারী উল্লা পাড়া এলাকা থেকে ৫ শত পিস ইয়াবা সহ ১/ মোঃ ইকবাল হোসেন (২২) পিতা মৃত আনোয়ার হোসেন ২/ যাওয়াদুল করিম প্রকাশ ( জাবু) (২০) পিতা মোঃ আবু তাহের । ৩/ মোঃ এমরান হোসেন(২০) পিতা শহিদুল্লাহ।
৪/ মোঃ জাহিদুল (১৯) পিতা নাছির উদ্দীন। সর্ব সাং উল্লা পাড়া দোহাজারী চন্দনাইশ।৫।মো.নাঈম উদ্দীন হাসান (২০)পিতাঃমৃতঃমুন্সি মিয়া।মাতাঃশাহানা বেগম। সাংঃউত্তর কালিয়াইশ থানা সাতকানিয়া।এছাড়া পৃথক অভিযানে ১ বছরের সাজা প্রাপ্ত আসামি ৬।মো.আনোয়ার।পিতাঃমৃতঃআবদুস সালাম।সাংঃপশ্চিম বাইনজুরী।থানা চন্দনাইশ।এছাড়া ২টি জিআার পরোয়ানা ভুক্ত আসামী ৭।আব্দুল্লাহ আল নাঈম(১৯)পিতাঃমো.আইয়ুব আলী।সাংঃখাঁনি বাড়ি।৮।মো.আবদুল করিম।পিতাঃআব্দু সালাম।সাং-পশ্চিম জামিজুরী উভয় দোহাজারী চন্দনাইশ।গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।