মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে ৩০মে ২০২২ সোমবার দুপুরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে ।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৬ টি সিআইজি সমিতির প্রতিটিতে ১৭৫ কেজি খাদ্য, ৩০ কেজি কার্প মিশ্র ও এক হাজার শিং মাছ প্রদান করা হয় ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল -জান্নাহ, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ লিয়াকত আলীসহ অন্যরা ।
দেশীয় মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য মন্ত্রণালয় এ কর্মসূচি গ্রহণ করেছে।