ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে অটোরিকশা থেকে জরিমানা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (২৯জুন) সন্ধ্যায় মামলার বিষয়টি ‘মুক্ত খবর’কে নিশ্চিত করেছেন মামলার বাদী আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
এর আগে গত সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় রিকশাচালকরা। পরে তাদের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন-আশুলিয়া থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি কে এম মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক নেতা আলতাব হোসেন, আমিরুল ইসলাম, সদস্য নান্নু, কামরুল, মিঠুন, আলম পারভেজ, হাফিজুল ইসলামসহ অজ্ঞাতনামা অন্তত ১৫ জন।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার মাইকিং করে সংগঠনের নেতারা অটোরিকশাচালকদের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিক্ষোভ সমাবেশের ডাকে সাড়া দিয়ে পরের দিন সোমবার সকালে বাইপাইল ত্রি-মোড় এলাকায় জমায়েত হয় রিকশাচালকরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লীবিদ্যুতের আমার স্কুলের সামনে গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়।
মহাসড়ক অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান রিকশাচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করলেও গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত কোনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, উস্কানি, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত ২৪ আসামিদের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।