1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৩৮ বার

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাপায় ইমরান (২৫) নামে এক ভ্যানচালকের নিহত হয়েছে। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে দ্রুতগতিসম্পন্ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু ঘটনা ঘটে। এ সময় ভ্যানের একজন যাত্রী আহত হন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন খোকসা পৌর এলাকার কমলাপুরের রেখা রানী (৩০) । নিহত ভ্যানচালক ইমরান খোকসা উপজেলার বি মির্জাপুর গোপগ্রামের মঈন উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী থেকে আসা বালি বোঝায় ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৩৪২২) এসে ব্যাটারিচালিত পাখিভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ইমরানের মৃত্যু হয়। এসময় ভ্যানে থাকা এক আরোহীর গুরুতর আহত হয়েছেন।

আহত নুরজাহান বেগমের বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর খোকসা বাসস্ট্যান্ডের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে দুপুর ৩ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমা মুখার্জি জানান, গুরুতর আহত নুরজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ দিকে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, দুপুরে খোকসা বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় পরে আমরা গিয়ে বিক্ষোবকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি। পরে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ এসে ভ্যানচালকের মরদেহ ও ঘাতক ট্রাক নিয়ে গেছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, লাশটি আইনি প্রক্রিয়া শেষে নিহত পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম