1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে খাদ্যগুদামে নিন্ম মানের চাল গুদাম সিলগালা তদন্ত কমিটি গঠন । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে খাদ্যগুদামে নিন্ম মানের চাল গুদাম সিলগালা তদন্ত কমিটি গঠন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০৩ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া খাদ্যগুদামে নিম্নমানের চাল সংরক্ষনের অভিযোগে গুদাম সিলগালা করেছে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিষয়টি তদন্তে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন হয়েছে। বুধবার (৮জুন) দুপুরে ঐ তদন্ত কমিটি গুদাম খতিয়ে দেখছেন। পরিদর্শনের সময় তদন্ত কমিটি জানায়, রুহিয়া খাদ্যগুদামে নিম্নমানের (পুরাতন) চাল সংরক্ষনের অভিযোগে ৭ জুন মঙ্গলাবার গুদামের দুই নম্বর কক্ষটি সিলগালা করে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তাগন। তারই প্রেক্ষিতে ঐ গুদামে মজুদ করা চারশতাধিক বস্তা চাল খতিয়ে দেখছে তদন্ত কমিটি।

এসময় গুদামে নিম্নমানের (পুরাতন) চাল সংরক্ষনের সত্যতা পায়। তবে কত বস্তা নিম্নমানের (পুরাতন) চাল গুদামে মজুদ করা হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না বলে জানায় তদন্ত কমিটি। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম, টেকনিক্যাল ইন্সপেক্টর জুলফিকার আলী, খাদ্য পরিদর্শক খলিলুর রহমান। অভিযোগ অস্বীকার করে রুহিয়া খাদ্য কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এটি নিয়মিত কাজের অংশ। গুদামে চাল নিম্নমানের আছে কিনা তা সন্দেহে সিলগালা করা হয়েছিল। তদন্ত কমিটি তা পরিদর্শন করছেন। তবে চলতি মৌসুমে পুরাতন চাল কেন বিভাবে গুদামে মজুদ করা হয়েছে তা জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। পরিদর্শনের সময় স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে গুদামে নতুন চাল সংরক্ষন করার কথা থাকলেও ফায়দা লুটতে নিম্নমানের পুরাতন চাল সংগ্রহ করেছেন গুদাম কর্মকর্তা। গেল ১২ মে ঐ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ মানববন্ধন করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় তিনি এমন সুযোগ নিয়েছে। অবিলম্বে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, ৭ জুন মঙ্গলবার গুদাম পরিদর্শনে গিয়ে রুহিয়া খাদ্য গুদামে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগে গুদামটি সিলগালা করে তদন্ত কমিটি গঠন করা হয়। তারা তদন্ত করছেন। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। উল্লেখ্য যে, চলতি মৌসুমে ঐ খাদ্য গুদামে ২ হাজার ১শ ৬৫ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৮শ ৭৩ মেঃ টন চাল সংগ্রহ করে গুদাম কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম