ঠাকুরগাঁওয়ে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ২১ জুন মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থানে এ সভার আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে সভায় বক্তব্য দেন আলোচক (সার্ভিস প্রোভাইডার) আকচা উপ- সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা অফিসের এএসডবিউ আয়েশা সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক সাজ্জাত হোসেন, কর্মকর্তা রিজুওয়ানা মুস্তারী, ঢোলারহাট ইউপি সচিব হরি গোপাল সেন, এমকেপির সহকারী প্রকল্প কর্মকর্তা সিলভিয়া আক্তার, রুবিনা বেগম, প্রকল্প কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় উল্লেখিত বিষয়ে সদর উপজেলার আকচা, ঢোলারহাট, গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নের সুশীল সমাজ গ্রুপের ৪টি ও যুব গ্রুপের ৪টিসহ মোট ৮টি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয় সহ সার্ভিস প্রোভাইডার গণ তাদের সেবা গুলো সাধারণ মানুষের কাছে কিভাবে পৌছে দেন তা বিস্তারিতভাবে ব্যাখা করেন।