পদ্মা সেতুর উদ্ধোধন একটি স্বপ্নের উন্মোচন প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন সকালে পদ্মা সেতুর শুভ উদ্ধোধন উপলক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ র্যালি বের করে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এসে শেষ হয়।
র্যালতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিবাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ ছাড়া গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত ছাতছাত্রী অংশ গ্রহন করেন।