পদ্মা সেতুর উদ্বোধনী দিনে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত রাউজানে চলেছে আনন্দ উৎসব। দোয়া মাহফিল হয়েছে পৌরসভায়। পৌরসভা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক পৃথক ভাবে আয়োজন করেছে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ র্যালী।উপজেলা প্রশাসন পরিষদ অডিটরিয়ামে বড় পর্দায় প্রধানমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।এখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী ও সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে পৌরসভার পক্ষে সকলকে মিষ্টি বিতরণ করা হয়। পৌরসভায় আয়োজন করে দোয়া মাহফিল। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ।