কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের আওতাধিন ফুলছড়ি বন বিট ও খুটাখালীর মেদাকচ্ছপিয়া বন বিটের সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে দু’টি অবৈধ বসতিপূর্বক এক একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয।
ফারুক আহমদ বাবুল বলেন, সংরক্ষিত বনে অবৈধ দখলদারদের স্থান হবে না। বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দখলদার যেই হোক না কেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
অভিযানে ফুলছড়ি রেঞ্জের সকল বিটের বিট কর্মকর্তা, স্টাফ, সিপিজি সদস্য, ভিলেজার, ফাঁসিয়াখালি রেঞ্জের বিট কর্মকর্তা, স্টাফ ও সিপিজি সদস্যসহ মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সিএমসি সদস্যরা অংশ নেন