মাগুরার শ্রীপুরে দিনব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার সকালে শ্রীপির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ক্রীড়া ও উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা সবিতা রানী ভদ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
৫০টি ইভেন্টের উপজেলার ৮ ইউনিয়নের ৮৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই করে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।