মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন কর্মচারী নিয়োগে ৩৩ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি।
পরীক্ষার আগেই এ অভিযোগ তুলেছিলেন কাজলী গ্রামের জনৈক এক ব্যক্তি।
গত ১০ জুন শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অভিযোগ ওঠা ওই চার ব্যক্তি নির্ধারিত চারটি পদে নিয়োগ পেয়েছেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইদুল ইসলাম এবং চাকরি পাওয়া ব্যক্তিরা।
কাজলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ বোর্ডে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাউশির মহাপরিচালকের প্রতিনিধি ছিলেন।
গত ৯ জুন বৃহস্পতিবার বিদ্যালয়টির অফিস সহায়ক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় ১০ জুন শুক্রবার। নিয়োগ পরীক্ষার এক দিন আগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মৃত শাহাদত হোসেন মোল্যার পুত্র মোঃ রোকনুজ্জামান রুবেল ঘুষ লেনদেনের অভিযোগ তোলেন। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানান।
লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে চারজন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে।
শনিবার ফল প্রকাশের পর দেখা যায়, অভিযোগ ওঠা এই চার ব্যক্তি নির্ধারিত পদে নিয়োগ পেয়েছেন।
ঘুষ লেন -দেনের অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন আমি এই বিষয় কিছুই জানি না, সবই মিথ্যা অভিযোগ। পরিক্ষায় যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে নিয়োগ দিয়েছে বোর্ডে ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক অফিসার।সদ্য পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ প্রাপ্ত কাজলী গ্রামের জাহিদুল ইসলাম ১৪ জুন মঙ্গলবার দুপুরে আমাদের প্রতিনিধির নিকট
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি। কাউকে কোনো টাকা পয়সা ঘুষ দেই নাই।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৪টি পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রতিটি পদে কমপক্ষে তিনজন করে প্রার্থী ছিলেন। তাঁদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ওই চারজনের নিয়োগ চূড়ান্ত হয়। নিয়োগ বোর্ডে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও একজন সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) একজন প্রতিনিধি।
১৪ জুন মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম বিশ্বাস ঘুষ লেন-দেনের অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ গুলো সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট ।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান বলেন, কে টাকা নিয়েছে,আর কে টাকা দিয়েছে, আমি তা জানি না। যারা লিখিতও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।