মৌলিক স্বাক্ষরতা কর্মসূচি (৬৪ জেলা) – আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৩১৭ টি কেন্দ্রের ৬৩৪ জন শিক্ষক ও ১৬ জন সুপারভাইজারকে দুই মাসের ভাতা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে ।
৬ জুন সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জান্নাহ এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার ফারুক আহমেদ,ইসাডোর উপজেলা সমম্বয়কারী মোঃ মঈনুর রহমান পলিনসহ অন্যরা।