সারাদেশের ন্যায় পদ্মার ঢেউ লেগেছে চট্টগ্রাম চন্দনাইশের রাজনৈতিক ও প্রশাসন মহলে।
গতকাল ২৫ জুন সকালে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে চন্দনাইশ উপজেলা
আ.লীগ, চন্দনাইশ থানা প্রশাসন, আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে
বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা আ.লীগ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেইট থেকে
খঁানহাট পর্যন্ত র্যালি শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। পৌর আ.লীগের
আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আলোচনায়
অংশ নেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ
জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে
আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা
ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম প্রমুখ।
এদিকে চন্দনাইশ থানা প্রশাসনের উদ্যোগে ব্যানার, ফেস্টুন, বাজনা
নিয়ে বর্ণাঢ্য র্যালি চন্দনাইশ থানা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ
শেষে থানা সম্মুখে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন থানা
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, উপজেলা
আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ.লীগের সহ-
সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, পৌর
আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, আ.লীগ নেতা হেলাল উদ্দীন
চৌধুরী, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন,
এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম
প্রমুখ। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জামে মসজিদে দোয়া
মাহফিলের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।