গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর মডেল থানা পুলিশ উপজেলা প্রশাসননের কর্মকর্তা, শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শ্রীপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ এডঃ মোঃ সামছুল আলম প্রধান।