কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হেলাল উদ্দিন এমইউপি সভাপতি ও সাজ্জাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকালে পোকখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উল্লেখিতরা নির্বাচিত হন।
এর আগে সকালে অনুষ্টিত হয় সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন। পবিত্র কোরআন পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলাা আ’লীগ আহবায়ক আবু তালেব।
সম্মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ-সভাপতি জাফর আলম চৌধুরী
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক এড.তাপস রক্ষিত এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল।
মোজাহের আহমদের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে -হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান।
অন্যানের মধ্যে এড. একরামুল হুদা, এস.এম. তারিকুল হাসান, চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, জাহাঙ্গীর আলম জানু, অধ্যাপক নুরুল হুদা, রাশদুল হক রিয়াদ, ইয়াছির আরফাত টুটুলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সম্মলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ”লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।