1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা অপসারণে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে হাটহাজারী পৌরসভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স  কলেজের উদ্যেগে পিঠা উৎসব  রাউজানে পবিত্র মেরাজুন্নবী (দঃ) মাহফিল রাউজানে বিএনপির দু’গ্রুপের মধ্যে মারামারি   মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব গলায় ভাত আটকে মারা গেলো সাংবাদিক কন্যার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন ! ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা অপসারণে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে হাটহাজারী পৌরসভা

কে এম ইউসুফ (হাটহাজারী) চটগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩৭ বার

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দূর্ভোগে পড়েছে পুরো হাটহাজারীবাসী। নিম্নাঞ্চল হওয়ায় উপজেলার ছিপাতলী, গড়দুয়ারা, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দনসহ কয়েকটি ইউনিয়নতো প্লাবিত হয়েছেই, বেশ কিছু নতুন এলাকা যুক্ত হয়েছে এর মধ্যে।

বিশেষ করে হাটহাজারী পৌরসদরের ফটিকা, কামাল পাড়া, শাহজালাল পাড়া, আজিম পাড়া, মিরেরখীল, মিরেরহাট বাজার, মাটিয়া মসজিদ, খেরুপাড়া তৎসংলগ্ন এরিয়াগুলো অনেকক্ষণ পানিবদ্ধ ছিলো জনসাধারণ।
তবে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক মাঠে নেমেছেন হাটহাজারী পৌর প্রশাসক শাহিদুল আলম।

ইউএনও দুদিন ধরে পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খানকে নিয়ে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে সহায়ক সদস্যদের সমন্বয়ে জলাবদ্ধসড়ক ও নালাসমূহ সরেজমিন পরিদর্শন করে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছেন, সারাদিনই মাঠে ছিলেন তাঁরা।

পৌরসভার মিরেরহাট অঞ্চল পরিদর্শনে এলে পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন- পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক কাজ করছেন, বিভিন্নস্থানে আবর্জনা ফেলে বা ছা’মানাদি রেখে পানি যাওয়ার স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে অনেকে’ যা অত্যন্ত দুঃখজনক।”
এমনই একটি স্থান→ হাটহাজারী – নাজিরহাট মহাসড়ক সংলগ্ন মাটিয়া মসজিদ এলাকায় সড়কের পশ্চিম পার্শ্ববর্তী এস্কেভেটর দিয়ে খাল খনন করে পানি চলাচল নিশ্চিত করা হয়েছে। যা পরবর্তীতে নালা নির্মাণ করা হবে।’

এদিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবদুল লতিফ উকিল রোড সংলগ্ন মরা ছড়া খাল পাড় ভেঙে প্লাবিত হওয়া স্থান, হাজী জালাল আহম্মদ সওঃ বাড়ী রোড এদিকে ৩ নং ওয়ার্ডের আজিম পাড়া রোড, শায়েস্তা খাঁ পাড়া, মেখল আজিজিয়া মজিদিয়া রোড সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিদুল আলম। সাথে পৌর প্রকৌশলী ছাড়াও সহায়ক কমিটির সদস্য আলী আজম, মো. জাফর প্রমূখ ছিলেন।

এদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যদের নিয়ে স্থানীয় সড়ক ও স্থাপনাগুলোর জলাবদ্ধতা নিরসনে কাজ করে চলেছে উপজেলা প্রশাসন’ জানিয়েছেন ইউএনও শাহিদুল আলম।
এদিকে চট্টগ্রাম – নাজিরহাট মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় মহাসড়কের উপর কোমর পানি প্রবাহিত হচ্ছিলো সকাল দশটার দিকেও। খবর পেয়ে ছুটে যান তিনি, পানি নিস্কাশন করে যান চলাচল নিশ্চিত করেছেন স্থানীয়দের সাথে নিয়ে’ এমনটি দেখা গিয়েছে উপজেলার কয়েক স্পটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম