চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ কমপ্লেক্সে নতুন অফিস ভবন পূণঃনির্মাণ কাজের তদারকি ও পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীসহ ঠিকাদারকে নির্মাণকাজ বিষয় পর্যালোচনা, চৌহদ্দিসহ সংশ্লিষ্টদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন আজ তিনি।
সচিব, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দেব ও অন্যান্য কর্মকর্তাগণ এবং ঠিকাদারের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদেরকে দ্রুত কাজ শেষ করার উপর গুরুত্বারোপ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।