আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্টের পিছনের জেলে পাড়া ও রাহাত খানের বাড়ি সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সুত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
বুধবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্ট এর পিছনে জেলে পাড়া সংলগ্ন রাহাত খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, রাজ্জাক খান, লাল বানু, বাবুল হক,আয়শা খানম, নেপাল দাশ।
ক্ষতিগ্রস্ত আবদুর রজ্জাক খান বলেন, হঠাৎ রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। এই বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রাত পৌনে তিনটার টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।