1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট “—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা! নকলায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি শ্রীপুর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঢাকাস্থ চাটখিল উপজেলা বাসীর জিয়া ঐক্য ফোরামের পিকনিক ২০২৫ ইং অনুষ্ঠিত বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন মাওলানা ছৈয়দ আহমদের স্মরণ সভা, দোয়া ও জিয়াফত শনিবার নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স  কলেজের উদ্যেগে পিঠা উৎসব 

আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৮৯ বার

আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা যে যার মতো। তবে নির্বাচনে অংশ নেওয়া ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের।

রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের মো. আলী চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মোটর সাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজন, বিএনপি নেতা ঘোড়া প্রতীকের হাসান জিয়াউল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন ও চশমা প্রতীকের আবদুল মালেক মানিক। এর বাইরে যিনি আছেন তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও হঠাৎ করে নির্বাচনী পরিবেশ কালো মেঘে আচ্ছন্ন করে ভোটারদের আতঙ্কের ভিতর ফেলে দিয়েছে। কারণ আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যানের নেতৃত্বে নিজস্ব বাহিনী নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের হুমকি-ধুমকি ও ভোট কেন্দ্র দখলের নীলনকশা করছে।

তারা বলেন, এলাকায় এলাকায় গিয়ে তারা স্বতন্ত্র প্রার্থদের পোস্টার ছেড়া, কর্মী সমর্থকদের বিভিন্ন প্রকার হয়রানি, পুলিশি হুমকি, বহিরাগতদের আস্ফালন সর্বোপরী বহিরাগতরা ইতোমধ্যে এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ভোটাররা মা-বোন নিয়ে ভোট দিতে পারবে কি না তা নিয়ে আতঙ্কিত ও উদ্ধিগ্ন।

চেয়ারম্যান প্রার্থীরা আরও বলেন, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নৌকা প্রার্থীর বহিরাগত সমর্থকদের আনাগোনা ও কেন্দ্র দখলের পাঁয়তারা করছে এবং এসব কেন্দ্রকে ঝূকিপূর্ণ হিসেবে করে তুলেছে। বিশেষ করে ভিংরোল কেন্দ্রটি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করা এক প্রভাবশালী ব্যক্তির বাড়ির আঙ্গিনায় হওয়াতে তা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ এবং গত নির্বাচনেও ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতে পারেনি।

স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সম্মান রক্ষা করার আহবান জানিয়ে ৫ প্রার্থীই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করে নির্বাচনকে যেন কোনভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে ভূমিকা রাখার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম