রাজবাড়ী শহরের শতবর্ষের উর্ধকালীন ঐতিহ্যবাহী পরিবার সম্পতি ০২ / ০৬/ ২০২২ তারিখে দিবালোকে প্রকাশ্যে একদল দুবৃর্ত্ত হামলা চালায়।পরিবারের অভিযোগ ধর্মীয় অনুভুতির আড়ালে ঐতিহ্যবাহী বাড়ীটি দখল করাই মুল উদ্দ্যেশ্য।নারীর প্রতি অসম্মান এবং শ্লীলতাহানীর প্রতিবাদে আজ সকালে রাজবাড়ী মহিলা পরিষদ প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন, বিক্ষোভ করে।বিক্ষোভ শেষে তারা একটি স্বারক লিপি পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের হাতে তুলে দেয়।
স্বারক লিপিতে জমি সংক্রান্ত বিষয় বাদে পরিবারের পুরুষ সদস্য বাদে নারী সদস্যদের শারিরিক ভাবে লাঞ্চনা,হুমকিধামকি, তাদের গায়ের ব্লাউজ,পেটিকোট ছিড়ে ফেলাকে নারীর প্রতি অসম্মান করা হয়েছে বলে উল্লেখ করেন এবং বিচার দাবী করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তাদের বক্তব্য শুনে কার্যকর ব্যবস্থার আশ্বাস দেন।মানব বন্ধনে এ সময় বক্তব্য রাখেন নির্যাতন পরিবারের সদস্য তনুশ্রী ঘোষ বালিয়াকান্দী শাখার সভাপতি বাসন্তী সান্যাল,কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক সম্পাদক দেবাহুতি চক্রবর্তী,সাধারন সম্পাদক ক্রিষ্টিনা মারিও প্রমুখ।উল্লেখ্য এই গটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজবাড়ী সর্বস্তরের মানুষ ফুসে উঠেছে।বিভিন্ন সামাজিক সংগঠন,রাজবাড়ীর সুশীল সমাজ বিভিন্ন কর্মসুচী দিয়েছে।