হিট গান, মনের কথা, হার্ট অ্যাটাক-এর মতো রেডিও অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকা এফএম ৯০.৪ এ কাজ করেছেন দীর্ঘ দিন।
করোনা মহামারীতে সাময়িক বিরতির পর আবারও রিজন ফিরছে মাইক্রোফোনের টানে এফএম রেডিওতে। তবে স্টেশন পরিবর্তন করেছেন তিনি। এখন থেকে শ্রোতারা তাকে কালার্স এফ এম এ ‘অল্প স্বল্প গল্প’ অনুষ্ঠানে শুনতে পারবেন।
রিজন বলেন, আমি মাইক্রোফোনের টান সবসময়ই অনুভব করি। তাই আবার রেডিওতে আসা। আশাকরি শ্রোতারা আগের মতো গ্রহণ করবে। রিজন কালার্স এফএম এর হেড অফ প্রোগ্রাম গোলাম সারোয়ার কাঞ্চনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের নাম সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, ‘অল্প স্বল্প গল্প’ এ গল্প শুধু জীবনের কষ্টের গল্প নয়। এখানে হবে মানুষের জীবনের হাস্যরসময় অনন্দ স্মৃতির গল্প গুলোও।
জানা গেছে, অনুষ্ঠান হবে আঞ্চলিক ভাষায় কমিডি ভিত্তিক। কমিডির মাধ্যমে চেষ্টা থাকবে সামাজিক বার্তা দেওয়ার।
এখন থেকে শ্রোতারা প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা থেকে আরজে রিজনের উপস্থাপনায় এই অনুষ্ঠান শুনতে পারবে কালার্স এফএম ১০১.৬ এ ।