ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের আয়োজনে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে সদস্য প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম।
বিশেষ আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুজাহিদ সগির আহমাদ চৌধুরী। এতে নগরীর প্রতিটি থানা হতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।