কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
৯ জুন ( বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এ পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়।
এসএমসি সভাপতি মোহাম্মদ শাহীন জাহানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।
কক্সবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমসির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও উপজেলাা প্রেস ক্লাব সভাপতি এস.এম. তারিকুল হাসান তারেক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মেহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা ইয়াছমিন। এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুপা সাইরু স্বর্ণা।
উপস্থিত ছিলেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঈদগাঁও উপজেলাা প্রেস ক্লাব সহসভাপতি কাফি আনোয়ার, মোহনভিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী, উত্তর লরাবাক সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, মহেশখালী সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা আক্তার, দঃ লরাবাক জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়া স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে নবনির্বাচিতদের মাঝে পদক বিতরন ও অতিথিদের সম্মাননা স্মরক প্রদান করা হয়।