পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা ও কেক কাটার মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৭ তম বছরে পদার্পণ উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরের দিকে পৌর এলাকার শ্রীপুর মদিনাতুল উলুম উপজেলা মারকাজ মাদ্রাসা ও এতিমাখানায় এ কুরআন তেলাওয়াত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধির সঞ্চালনায় আরও উপস্থিতি ছিলেন, আমাদের নতুন সময় পত্রিকার সাংবাদিক ফজলে মমিন , শ্রীপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি ও বাজার মাদরাসাতুর রহমানের মুহতামিম মাঃ মাহমুদুল হাসান সজল, মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, হাফেজ মেহেদী হাসান,মাওলানা ফয়জুল্লাহ,মুফতি ওমর ফারুক,হাফেজ আইয়ুব, দৈনিক আমার সময়ের সাংবাদিক মাওলানা আফাসার উদ্দিন আহমেদ, শ্রীপুর ট্যুরিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, দৈনিক মুক্ত খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আরিফ প্রধান, দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক হিজবুল বাহার,সমাজকর্মী আবুল কাশেম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। দৈনিক যায়যায়দিন পত্রিকাটি আগামীতে যেনো সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে পারে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে এতিম ও হাফেজ ৪৫ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুপুরের খাবারে অংশগ্রহন করেন অতিথিরা।