বসতবাড়ির আঙ্গিনা থেকে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে ঝনু আরা (৪২) নামের এক গৃহবধুর মেরুদন্ডে মারাত্মক জখম হয়ে চমেক হাসপাতালে কাতরাচ্ছে। তার সুচিকিৎসায় পরিবারের পক্ষ থেকে সকলের সহোযোগিতা কামনা করা হয়েছে।
গত বৃহষ্পতিবার দুপুর আড়াইটার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থমতলা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের স্ত্রী ঝনু আরা ঐদিন বসতবাড়ীর আঙ্গিনার গাছ কাটার সময় নিজেকে বাঁচাতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তার কোমর ও মেরুদণ্ডে মারাত্মক জখম হয়।
তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এ মুহর্তে তার চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন। আসুন ঝনু আরার পাশে থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করি। (রোগির নিকট আত্বীয়- ০১৮১৩ ৯৯৫০৩০ বিকাশ)।