চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এড. সিরাজ উদ দৌলাহ্ চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী।
অতিথি ছিলেন- সরওয়ার মোরশেদ তালুকদার চেয়ারম্যান, আকতার হোসেন খান সুমন চেয়ারম্যান প্রমূখ।
ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।