গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাত (১২)।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান রিফাত। এসময় জমিতে বৈদ্যুতিক সেচপাম্পের তারে গরুসহ বিদ্যুৎ স্পৃষ্ট হয় রিফাত। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রহিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বৈরাগীরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।