আজ বিকেলে রাজবাড়ী শহরের শতবর্ষের উর্ধকালীন ঐতিহ্যবাহী পরিবার সম্পতি ০২ / ০৬/ ২০২২ তারিখে দিবালোকে প্রকাশ্যে একদল দুবৃর্ত্ত হামলা চালায়।পরিবারের অভিযোগ ধর্মীয় অনুভুতির আড়ালে ঐতিহ্যবাহী বাড়ীটি দখল করাই মুল উদ্দ্যেশ্য।নারীর প্রতি অসম্মান এবং শ্লীলতাহানীর প্রতিবাদে শহীদ স্মৃতি স্তম্ভের ঘাতক দালাল নির্মুল কমিটি মানব বন্ধন, বিক্ষোভ করে।বিক্ষোভ ও মানববন্ধনে পরিবারের পুরুষ সদস্য সহ নারী সদস্যদের শারিরিক ভাবে লাঞ্চনা,হুমকিধামকি, তাদের গায়ের ব্লাউজ,পেটিকোট ছিড়ে ফেলাকে নারীর প্রতি অসম্মান করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশের তৎপরা নিয়ে প্রশ্ন তোলেন তাদের কে গ্রেফতার এবং বিচার দাবী করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার বাকাউল আবুল হাশেমের সভাপতিত্বে সাধারন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।একই কারনে রাজবাড়ী নাগরিক সমাজ। মহিলা পরিষদ,স্হানীয় এলাকাবাসী ভিন্ন ভিন্ন কর্মসুচী পালন করেন।আহতদের দেখতে ঢাকা থেকে পুজাঁ উৎযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল এবং আহতদের দেখতে যান। উল্লেখ্য এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজবাড়ী সর্বস্তরের মানুষ ফুসে উঠেছে।বিভিন্ন সামাজিক সংগঠন,রাজবাড়ীর সুশীল সমাজ বিভিন্ন কর্মসুচী দিয়েছে।