চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক নিরাপত্তা সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার সোমবার সকালে উপজেলার জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অফিসার রাজিব আচার্য্য এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক ওয়াহীদুল আলম, আলোচক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। শিক্ষক নেতা নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, সমাজসেবা সহকারি অফিসার আমিন উল্লাহ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জানে আলম, আবু জাফর মাহমুদ, ডা. শাহাদাত হোসেন সাজু, দিদারুল আলম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।