চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে বছরের অধিককাল ধরে বন্ধ রয়েছে ২ জোড়া
যাত্রীবাহী লোকাল ট্রেন। ফলে দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত ১২টি
স্টেশনের অন্তত ১০ হাজার যাত্রী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
করোনা পরবর্তী সারাদেশে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ও মেইল ট্রেন
চলাচল শুর“ হলেও চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে ২ জোড়া লোকাল ট্রেন এখনো
বন্ধ রয়েছে। তবে একটি ডেমু ট্রেন চালু থাকলেও তা দোহাজারী স্টেশনে
আসে সন্ধ্যা ৭টায় পুনরায় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেরত যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এ লাইনে ট্রেন
চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের মধ্যে ১২টি স্টেশন রয়েছে।
স্টেশনগুলো হচ্ছে ঝাউতলা, ষোলশহর, জানালী হাট, গোমদন্ডি, বেঙ্গুরা, ধলঘাট,
পটিয়া, চক্রশালা, খরনা, কাঞ্চননগর, খানহাট ও হাশিমপুর। এ সকল স্টেশন থেকে
প্রতিদিন কমপক্ষে ১০ হাজার যাত্রী রেল যোগে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়
যাতায়াত করে থাকে। বর্তমানে লোকাল ট্রেন ২টি বন্ধ থাকায় এসব মানুষ রেল
সেবা থেকে বঞ্চিত রয়েছে। দোহাজারী স্টেশন থেকেই প্রতিদিন ৩’শ থেকে
৪’শ জন যাত্রী যাতায়াত করত। চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক
দোহাজারীর বাসিন্দা নবাব আলী বলেছেন, বিগত ১ বছর আগেও ভোরের ট্রেন
ধরে এ অঞ্চলের শত শত মানুষ নিরাপদে চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। রেলে
যাতায়াত নিরাপদ ও ভাড়া কম হওয়ার কারণে যাত্রী সংখ্যা ছিল পর্যাপ্ত।
লোকাল ট্রেনগুলো বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে এ সকল যাত্রীদের। এই ব্যাপারে
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলীর বলেন,
উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা না পাওয়ায় চট্টগ্রাম-দোহাজারী রেল
লাইনে লোকাল ট্রেন চালু করা যায়নি। এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক
(ভারপ্রাপ্ত) আবুল কালাম চৌধুরীর বলেছেন, কারণে এই রেল লাইনে লোকাল
ট্রেন বন্ধ রয়েছে তা বিস্তারিত জানেন না, তবে এ ব্যাপারে খোঁজ খবর
নিয়ে প্রয়োজনে উর্ধ্বতন কর্মকতার সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ
গ্রহণ করা হবে।