চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উদযাপন কমিটির প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনার ভিত্তিতে উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী।
প্রধান সমন্বয়ক’ হলেন- বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আইয়ুব ইসলাম, যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন বিএইচবিএফসি এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ব্যাংকার মুখতার আহমদ, হিসাব বিজ্ঞান সমিতির সাবেক সাধারন সম্পাদক মোস্তাক হোসাইন এবং প্রফেসর ড. মু. আলী আরশাদ চৌধুরী এতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
বিভাগের প্রাক্তন, বর্তমান ও সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছেন একটি সফল আয়োজনের জন্য উদযাপন কমিটি।