চট্টগ্রাম বিভাগের ইসলামী সমাজের দায়িত্বশীল উদ্যোগে চট্টগ্রাম মহানগর হালিশহর অফিসে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ইসলামী সুষম সমাজ ব্যবস্থার দিক তুলে ধরে জাহেলিয়াত সমাজ ব্যবস্থার বর্জনের আহবান জানান।
বক্তারা বলেন, ইসলামের অনুশাসনের আদলে সমাজে শান্তি প্রতিষ্ঠা লক্ষে ইসলামী সমাজ সংগঠন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সমাজে মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিলে তবে শান্তি প্রতিষ্ঠিত হবে।
আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আমির হযরত সৈয়দ হুমায়ুন কবীর। এছাড়া বিশেষভাবে বক্তব্য প্রদান করেন মোঃ আজমুল হক ও মোঃ সারোয়ার সাহেব।
অনুষ্ঠানটি হাফেয ওসমান গনী কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এবং এতে ইসলামি সংগীত পরিবেশন করেন জামাল উদ্দিন।
পরিশেষে সংগঠনের আমির এর দোয়া ও মোনাজাত মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয়।