চট্টগ্রাম সমিতি, ঢাকা’র উদ্যোগে ‘হালদা : প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ ও হালদা রক্ষায় উপজেলা প্রশাসন, হাটহাজারীর ভূমিকা প্রসঙ্গে বক্তব্য প্রদান করেছেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব, হালদা বেষ্টিত হাটহাজারীর কৃতি সন্তান ড. মোঃ আবদুল করিম ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র মাহমুদ সালাউদ্দীন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১৮ জুন) ঢাকায় চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।