কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারস্থ ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আ’লীগ নেতা মিয়া মোহাম্মদ জহির হোসেন, মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার।
ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া মোহাম্মদ নাসির এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিয়া মোহাম্মদ নিজামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মেম্বার, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল হোসেন, ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নুরুন্নাহার বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাজহারুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজীজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।